কবিতাঃ অনিহা
     সঞ্জয় কীর্ত্তনীয়া
***************
জানলে অনেক বুঝলে না
দেখলে অনেক করলে না।


মরণ তারণ থাকেই পথে
নিরাপদে ফিরলে না।


কপাল দোষে থেমে রইলে
এমন বোকা দেখছিনা।


সব জেনে যে অজ্ঞানতায়
এদের হুল ফোটালে মরছেনা।


শ্মশান বেদি নয় অনল জ্বলা
নির্যাতনই মৃত্যুর যন্ত্রণা।


বিধির টানে চিরবিদায়
শ্মশানে শুধুই ভস্মীভূত ছাই।


ভালো কিছু করছে যাঁরা
তারা আজ-ও মরে নাই।


তাদের কথা বলতে ব্যাকুল
আমরা তাদের দেখা পাই নাই।


জানলে অনেক দেখলে অনেক
করে দেখাও এবার তাই।


মৃত্যু তোমার হবে নারে
জনমনে বেঁচে রবে চিরকাল তাই।