********************
         সসীমের ধুলোর পথে
অজানার অচীন যাত্রী হয়ে এলেম
       কার কিসের সাধনাতে।


         নয়নে রেখেছি নয়য়
তার একটু ভালোবাসার আশাতে
     চিনতে চায়না কোনোমতে।


      কষ্টে দুখের ফেরিওয়ালা
হরেক বন্দরে ফেরি করে কাটে বেলা
     পাই যদি কভু একটু শান্তনা।


       চলা পথে দেখেছি তোমায়
হৃদে ঝংকার উঠে মায়াবী লাবণ্য তায়
        মুকটি লুকালে ঘোমটায়।


       মনে হয় এ জন্ম পোড়াছাই
দুখের অনলে সারাবেলা কর্ম করে যাই
   মনের মানুষ অধরাই থেকে যায়।


        দু'দিনের লেনদেন চুকিয়ে
সসীমের পথ ফেলে অসীমে যাত্রী হবো
      জন্ম স্রোতের কাল আহ্বানে।


        চিনে নিয়ো বন্ধু আমায়
আর জন্মে তোমার বাল্যসখা হতে চাই
   চিনবে কি সেদিন তুমি আমায়।