কবিতাঃ অতৃপ্ত
  
*****************
এতোটুকু আশা হবে কি পুরণ
     এ ক্ষুদ্র জীবন সংসারে
জানি বুঝবেনা তুমি আমাকে
     বুঝিয়ে দাও প্রতিক্ষণ
এলোমেলো কতো কথা বলে।


থাকো তুমি তোমার মতো করে
    যে আছে তোমার অন্তরে
বাল্যবন্ধু খেলার ছলে স্কুল পথে
   তোমার আঁচল ধরতো টেনে
রাধা হবে তার তুমি পরিণত কালে।


অনেক স্বপ্ন নিয়ে দেখতে যাকে
      সে তোমার হয়েই আছে
ছিন্ন জীবনে ছন্নছাড়া বাউল পথে
    তোমার দেখা পেয়েছিলাম
জীবন বেলার অমানিশার প্রভাতে।


তোমার প্রেমের পরশ পেয়েছিলাম  
     বাঁচার স্বাদ জেগেছিল হৃদে
অতৃপ্ত বাসনা থেকে গেলো জীবনে
    তোমার সঙ্গ না পাওয়াতে
আশাহত করলে লোভাতুর চিত্তে।


এতটুকু কথা শোনার নেই এ জীবনে
      আমার ছিন্ন বাউল প্রাণে
সংসার ধর্ম হলো না তোমার অভাবে
   আশা পুরোন হলোনা এ জন্মে
সুখে থেকো ব্রত মোর তোমার তরে।