কবিতাঃ-বিভেদ
   সঞ্জয় কীর্ত্তনীয়া

**************
গুমরে কাঁদে বঞ্চিত মন
তোমার চরণ ধূলির তরে।


মানুষ বলে তোমার চরণ
সর্বভূতে বিজড়িত আছে।


স্বর্বভূতে দেয় পূজা লোকে
এ কেমন খেলা জগত ভরে।


তবে কেনো পায়না দেখা
তোমার রাঙ্গা চরণ দুটিকে।


আমি না হয় পূজা বাদেই
খুঁজছি তোমায় ধূলি পথে।


শক্তি যদি থাকে-ই তোমার
দিয়ো দেখা আমার নয়নে।


পথশিশুর করুণ নিবেদন
তোমার রাঙ্গা চরণ দুটিতে।


বিশ্বাস আছে তাদের অন্তরে
বিধাতা তুমি ক্ষুধিত জনের।


রাখে প্রশ্ন তোমার দরবারে
বিভেদ কেনো এ মানুষ নিয়ে।


জন্ম অনুশারে ধনী-গরিবের
সংসার পাতলে কেনো জগতে।


আদি পাপ থাকেই যদি নরের
আনলে কেনো এই বসুন্ধরাতে।


গুমরে কাদি হৃদে সঞ্চিত কষ্টে
জন্ম কেনো দিলে কুঁড়েঘরে।