কবিতাঃ চারণামৃত
              সঞ্জয় কীর্ত্তনীয়া
          
***************************
.          আত্মশুদ্ধি আছে যার চিন্তায়
রাহুর গ্রাসে পড়বেনা সে কোনো লোভ লালসায়
       চরণামৃত লাগেনা তার কর্মসাধনায়


             দশ অঙ্গ যার পূতপবিত্র
ঋষি আর্য চরণামৃত করে দান তারা যোগ্য শিষ্য
           চরণামৃত তাই অতি পবিত্র।


          গাফলতি পুষে রাখে যে চিত্তে
সার্থ উদ্ধারে লুটায় যদি মাথা ঋষির রাঙ্গা চরণে
       চরণামৃত পাবে মুক্তি হবেনা তাতে।


           নিজেকে করো কলুষ মুক্ত
ছল ছলনা গাফলতি পুড়ে ফেলো ত্রেতাব অনলে
         চরণামৃত হবে তবে আর্শীবাদে।


        চরণামৃত নিয়ে দোষী উদ্বেলিত
মনে হয় যেনো মথুরা পার হয়ে গেছো সহজে
        অগ্রে কঠিন খরস্রোতা নদী আছে।


      অপরাধী হয়না মানুষ চরণামৃততে
অহং তমো যাদের জীবনের প্রতি পদক্ষেপে
        এদের সাহচর্যে এসোনা লোভে।