কবিতাঃ হিমশীতল
            সঞ্জয় কীর্ত্তনীয়া
          
******************************
     একাকি কাটে দিন ভাবনাতে
সোনা ঝরা রোদ নেই আজ আকাশে
      হিমশীতল হই তাই নিশিতে।


          অনুভব হয় আজ তাকে দেখে
দিন ফুরিয়ে যায়নি আমার সঠিক সময় আছে
       সোনা ঝরা রোদ কুয়াশা কেটে আসে।


      কুয়াশার চাদরে বাঁধা আছো
এবার তুমি উঠ, হাতটি বাড়াও আগে
    সোনা ঝরা রোদের দেখা পাবে।


        শিতের ভয়ে হইনা কাতর
হিমশীতলে কাজের মাঝে আছি পড়ে
     তুমি এলে হিমশীতল দুরে যাবে।


          একাকিত্বে নিরুত্তাপে তুমি
সোনাঝরা রোদের মাঝে সুখে রবে চিরদিন
        কুয়াশায় হতটি ধরো চিত্ত সুখে।