কবিতাঃ পাহাড়
              সঞ্জয় কীর্ত্তনীয়া
            
***********************
        পাহাড় যতই হোকনা বড়
জন্মের শিকড় তার মাটির গভীর দেশে
     নিত্যই তার বর্ধন আছে উর্ধ্বে।


         পর্বতের কি সাধ্য আছে
মাটি ছেড়ে যাবে আকাশ পানে উড়ে
   আঁকড়ে ধরে তাই অতি বড় হবে।


          কিছু মানুষ ভাবছে মনে
পাহাড় সম হবে,এই ভাবনা খুব ভালো
    সমাজ সংসারে আর্তের কল্যাণে।


    লোভে মনুষ্যত্ব প্রতিক্ষণ ভুলছে
বড় হওয়ার ভেল্কিবাজির ঘুর্ণিবাতাসে
     বড়ো নয় এরা রক্তচোষা বলে।


      ক্ষুধিত পাষাণ নিরীহ দলেদলে
মনুষ্যত্বের পাষাণ বেদী দেখি বিশ্ব ভরে
    শুধু ভালোবার কারবারী প্রেমহীনে।

        অন্য প্রাণে দেখে নিজ ছবি
মানুষ ছেড়ে হয়না সে একাকী ধনপতি
       আর্তের ত্রেতা সে গীরিধারী।