কবিতাঃ পরিবর্তন
             সঞ্জয় কীর্ত্তনীয়া
        
*********************
     ধনী বলো আর গরীব বলো
রক্ত মাংসে সকল জনেই এই ধুলায়
   অঙ্গে কারো কিছুই লেখা নাই।


        মানুষ বা নরপিশাচ বলো
আহার মৈথুন ঘুম সকলেই বোঝে সমান
    আচরণে পার্থক্য আকাশ পাতাল।


      আচরণ বড়ো কঠিন বিষয়
জগতে যাদের আচরণ সঠিক রয় সবসময়
      এঁরা জগতে সভ্য মানুষ হয়।


    আচরণ প্রতিপালন সত্য ধারায়
দুঃখ দুর্দশা বিপত্তি সর্বদা তার দুরে পালায়
      আচরণে জীবন নবিনতা পায়।


      কালের ধারায় পরিবর্তিত সত্বা
প্রতিক্ষণ নিয়ে যায় নতুন সুখের ঠিকানায়
    মার্জিত আচরণে সুখ পাওয়া যায়।


         স্থীর চেতনায় পূর্বের জঞ্জাল
পরিত্যাগ করো নিত্য নতুন সুখ সুধায়
     পরিবর্তন সর্বদা সৃষ্টি খেলায়।