কবিতাঃ পরিণতি
              সঞ্জয় কীর্ত্তনীয়া
        
*********************
         ছল করে সুখ খুঁজে যারা
তপ্ত মরুভূমিতে শস্যদানা বুনছে তারা
       বীজের অঙ্কুরে ফুল আসেনা।


      গাফলতি পুষে রাখে যারা
ক্ষণিকের আনন্দে ঢেউ খেলছে তারা
      পরিণতিতে ডুবে মরে এঁরা।


         কথার মূল্য যারা রাখে না
গন্ডারের চামড়া বানিয়েছে শরীরটা এঁরা
    লাথি উষ্ঠায় এদের কিছু হয়না।


      ভালোর ভালোত্বে যারা খুশি না
ঝড়ে আম কুড়াতে এঁরা দক্ষ হাতে পাকা
        তুফানে পড়ে গাছ মরে এঁরা।


         মিথ্যায় বসতি যাদের ধারা
প্রতিক্ষণ কুড়ায় বিষ মনে করে অমৃত সুধা
   এর শেষ পরিণতি মানুষের জানা।


       শুধু হিজিবিজি যাদের চিন্তা ধারা
ভালো কিছু ধরে রাখার ক্ষমতা এদের থাকেনা
         ফুলচন্দনে এঁরা খুশি হয় না।