কবিতাঃ পথের বাঁকে
               সঞ্জয় কীর্ত্তনীয়া
          
**************************
          নুপুরের নিক্কণ সারাক্ষণ বাজে
পা দুটো আমার থমকে গেছে ঐ পথের বাঁকে
           অব্যক্ত নিস্তব্ধ আজি চিত্তে।


         গোধূলি নেমেছে জীবন পথে
অকালে তাই নয়নে শষ্যের হলুদ ফুল ভাসে
        পলকেই আধার নামে জগতে।


         নুপুরের নিক্কণ থামছে আঁধারে
সুরেলা কন্ঠের তার উলুধ্বনি ভেসে আসে কানে
          সন্ধ্যায় বিনীত প্রার্থনায় থাকে।


         হতাশ চিত্তে স্বাদ জাগে মনে
তারে আমি পাই যেনো সারাটা জীবন ভরে
         তার যোগ্য নই ভুলেছি রূপে।


          ভালোর খোঁজে জগতের সবে
যোগ্য হয়েই চাইতে হয় জগতের ভালোকিছু কে
        অযোগ্য তাই স্তব্ধ ঐ পথের বাঁকে।