কবিতাঃ পটুয়া
         সঞ্জয় কীর্ত্তনীয়া
      
*********************
      পটুয়ার রং তুলির আঁচড়
মনের মাধুরীতে করে আঁকাআকি
       আঁকে স্থির জল ছবি।


        এঁকেছে শতশত ছবি
সমস্ত ছবির সমষ্টি রক্ত ক্ষরণে সাক্ষী
    শিল্পীর পাঁজর নিংড়ানো ছবি।


        হরেক রংয়ের কালি নিয়
খেলছে খেলা প্রেমানন্দে পটুয়া শিল্পী
       চোখে কেনো এতো কালি।


           ভালোবাসার মানুষের
সেই মুখখানি আজো আঁকা হয়নি
বুঝি
    কোথায় শিল্পীর প্রিয় মুখখানি।


        খুঁজে ফিরে শিল্পী তাকে
এদিকওদিক মনমোহিনী ধরা দেয়নি
       পটুয়ার চোখে তাই কালি।