কবিতাঃ রথযাত্রা
        সঞ্জয় কীর্ত্তনীয়া
      
*****************
শৈশব রথযাত্রার মধুর স্মৃতি
সুসর মরিচীকা পড়ন্ত ঐ দিন।


নিত্য ক্লান্তি অসহ্য অভাব জ্বালা
সবাই বিবর্ণ আজ নয়নে দেখি।


দুঃখ কষ্ট ক্লেদ শোক তাপ নাই
রথের চাকা নিত্য টানছি সদাই।


সংসার সাগর যে মহাযজ্ঞ ধাম
এর থেকে বড়ো রথ দেখি নাই।


রথের ষোলো চাকা এক সারথি
ছয় চাকায় ষড়রিপুর বসতবাড়ি।


দশ চাকায় দশ অঙ্গের মাংসপিণ্ডি
রথের পার্বণে এমন শিক্ষাই পাই।


সংসার সমুদ্রের নোনা জলে পুড়ে
আমার দশ অঙ্গ ইট ভাটার ছাই।


দেহ রথ ভেঙ্গে বিকল অস্তবেলায়
তরী ডোবার সন্ধিক্ষণ বোঝা যায়।


ভাঙ্গা তরী আসবেনা জীবন সারথি
রথের কলা শোকানলে ধূসর ছাই।