কবিতাঃ শহর
সঞ্জয় কীর্ত্তনীয়া


******************************
কে বলে শহরের প্রাণে রুক্ষতা
শহর কেন্দ্রীক প্রতিটি প্রাণে আছে আত্মনির্ভরশীলতা
সুখের বারতা এখানে সারাবেলা।


প্রতিক্ষণ এখানে ভাঙ্গাগড়া খেলা
ইমারত ভেঙে গড়ে বহুতল বিশিষ্ট সুরম্য অট্টালিকা
নব-নব কর্মের গতি সারাবেলা।


পল্লীর শিক্ষিত, অশিক্ষিত শহর মুখা
শহর যেনো সুখে থাকার ধরণীর শেষ ঠিকানা
এখানে নেই কোনো আত্মশ্লেঘা।


বহু গাঁয়ের বহু মানুষ অচিন সকলা
আত্মার বন্ধনে মিলেমিশে করে কাজ অফিস কারখানা
শহরের জীবন কঠিন সত্য করে খেলা।


পিছে কথা শোনার সময় থাকেনা
যন্ত্রের মত ছুটতে হয় শহুরে কাজে ফাঁকি চলেনা
নারী শহরে আত্ম নির্ভরশীল সহসা।