কবিতাঃ সহনশীল
            সঞ্জয় কীর্ত্তনীয়া
      
*********************
     তারকারাজি দেখে মনে হয়
ওরা আত্মার মিলে করে আছে ভিড়
    চেয়ে দেখো আজ অন্ধ নিশি।


      বাস্তবতায় এদের ভিন্ন দেখি
পরস্পর একত্রে নয় এরা বিপরিত মুখি
       তবু আলো জ্বেলে হয় সুখী।


        জগত ভরে আছে নরনারী
ওরা বন্ধনে রয় জীবন ভর কাছাকাছি
     হৃদে এদের খুব কম দেখি মিল।


      অনেকেই এতে হয় না মলিন
নিজ দক্ষতায় আগায় সামনের দিক
      কাজে এঁরা যেনো স্থীর শশি।


     জানে এরা একলা এসেছি
নিজেকেই পেতে হবে আত্মায় তৃপ্তি
   সহনশীলে সংসার রাখে ঠিক।


     ক্ষণিকের বিষাদ একাকীত্বে
বন্ধনে থেকে এরা করতে চায় মিতালী
    আশার দোলায় হয় জলকেলি।


          সহনশীলতার পরাকাষ্ঠে
আসেনা যখন শান্তি, বিপন্ন হয় প্রেমপ্রীতি
        ভাঙ্গে বন্ধন, পেতে চায় শান্তি।