কবিতাঃ সৃষ্টি ধরা
সঞ্জয় কীর্ত্তনীয়া


*********************
বর্ষার আছে চিরন্তন ধারা
বারো বর্ষায় হলে তুমি ক্ষীণতায় হারা
মুখ ফুটে বলনি বিষম জ্বালা।


জীবজগতে এ হলো সৃষ্টি ধারা
লজ্জা রাখেনি স্রষ্টা দিয়েছে সৃষ্টির বন্যা
কেনো তুমি লুকাও বলতে লজ্জা।


নারীর জীবনে আছে সাধনা
বরমাল্য গ্রহণে হয় নারী জীবনের স্বার্থকতা
নারীর এই রূপ মঙ্গলবারতা।


আসে যদি কভু গঙ্গায় বলাকা
ঈশ্বরের কৃপায় সৃষ্টি রক্ষায় এ ব্রহ্ম সত্তা
ভূমিষ্ট দানে নারীত্বের হয় পূর্ণতা।


পূজা প্রার্থনা মঙ্গল কাজে
সৃষ্টির বন্যায় স্নাতকে অচ্ছুৎ বলে দেয় যারা বাঁধা
ধিক্কার তাদের অমলে কেনো জ্বালা।


অলৌকিকে আসে ঈশ্বর ভাবনা
মেঘহীন আসে যদি সৃষ্টির লক্ষ্যে এমন বারিধারা
মঙ্গলের চিহ্ন একে অচ্ছুৎ বলো না।