কবিতাঃ বাকরুদ্ধ
সঞ্জয় কীর্ত্তনীয়া


***********************
আঁখি দুটো বারেবারে যায় সেথায়
বারণ নাহী মানে, সবকিছু ফেলে সে ওদিকে ফেরে
ক্লান্তি নেই আঁখি দুটোর তাকে খুঁজতে।


মন পাখিটি উড়ছে হরেক পথে
হিজল বকুল নাম না জানা সুগন্ধি ফুলের খোঁজে
পড়াবে খোঁপায় মনের রানী কে।


মন পাখিটি আজ ব্যাথায় ব্যাথাতুর
সরলমনা বারেবারে পড়ছে কেনো মহাবিপদে
ভুল তার আছে বল্লে শত্রু ভাবে।


নির্বাক থেমে রই মনের বিরুদ্ধে
প্রার্থনা করি ভুল যেনো ভাঙ্গে তোমার জীবনের
ঘুমহীন চোখে মন পাখিটি কাঁদে।


জানি তারে আর পাবোনা ফিরে
চলে গেছে সে বহুদূরে, আমার সীমানার বাহিরে
চোখদুটি যায় তাই ঐ পথের বাঁকে।


জানি জানবে না সে কোনোদিন
বেঁচে না মরে গেছি আনন্দ যজ্ঞের জগতে
মনপাখিটা বাকরুদ্ধ কি পেলাম ভালোবেসে।