কবিতাঃ ভুল


**************************
একই ভুল করে যদি বারেবারে
ক্ষমা পায়না সে দেবতার দেবালয়ে মাথা ঠুকে,
বুদ্ধি বিবেক দিয়েছে বিধাতা জন্মের সাথে।


বিধাতা হাসে ঐ অলক্ষ্যে
নির্বুদ্ধির ক্রিয়াকলাপের কর্মজজ্ঞ দেখে,
আহুতি দেয় এরা মরণ পথে।


বিধির বিধানে সৌভাগ্যের সকলে
বুদ্ধি বিবেকের ভুলে দর্শন হয় নরকের
ভুলের মাশুল আর কতো দিবে।


বিধাতার দোষ দেখিনা
জীবনে সৌভাগ্য সম্ভোগ বা ঘাত প্রতিঘাত
এ-সব মানুষের রচনা জগতে।


ভুল থেকে নেয় যে শিক্ষা
নরক যাতনা পায়না সে মর্ত্যের জগতে
সুখ তার রচিত নিজ কর্মে।