এই বিজয়ের হাসির জন্যে
ফিনকি দিয়ে তাজা রক্ত ছুটলো লক্ষ লোকের।
এই বিজয়ের হাসির জন্যে
ধর্ষিতা হলো কতো নারী।
এই বিজয়ের হাসির জন্যে
বাস্তুহারা হলো কতো মানুষ।
এই বিজয়ের হাসির জন্যে
কপাল পুড়লো হরিদাসীর।
এই বিজয়ের হাসির জন্যে
কতো মায়ের বুক হলো খালি।
এই বিজয়ের হাসির জন্যে
স্বাধীনতার ডাক দিলেন শেখ মুজিবুর!
এই বিজয়ের হাসির জন্যে
বাংলার হিন্দু-মুসলিমের কণ্ঠে উঠলো একই সুর।
হ্যাঁ,-
এই বিজয়ের হাসি হাসবো বলেই
আমরা গড়লাম এক দেশ-
'বাংলাদেশ!'
আজ বিজয়ের পয়তাল্লিশ বছরে এসে-
সেই হাসি ম্লান হওয়ার ভয়ে চুপসে আছি।
চুপসে আছি-
সাম্প্রদায়িক হামলার ভয়ে!  
চুপসে আছি-
নোতুন কোরে বাস্তুহারা হওয়ার ভয়ে!



          ১৬ ডিসেম্বর, ২০১৫ তাং-য়ে লেখা।