স্বপ্নের মাঝে
---কিশোর কারুণিক


আমি এক গুচ্ছ স্বপ্নের মাঝে
অগাধ বিশ্বাসে শুদ্ধ প্রত্যাশায়
নিবিড় চন্তিকার বাসস্তির-
আভেসে ক্লাস্ত পথিক।
নির্ঝর আশা ময়তায়
মমতা ভরা দুষ্ট চোখের হাতছানি
ক্ষনিকের কাছে আসা
পাশে বসা কথার মায়াজ্বালে
ভালবাসা অস্তরে
প্রেমের একের পর এক
বন্দরে কিছুক্ষণ বিশ্রাম
আলো আধারের খেলায়
সূর্য হাসে, চাঁদ হাসে
লতাপাতা নাচে
জল সুর তোলে কখনো নীরব
আমি এখনো বেঁচে
দেহে প্রাণ আছে বলে
কিছু কথা আছে তোমাকে বলার
অপেক্ষায়,যা শেষ
হয়েও হচ্ছে না শেষ ।