দোষে
---কিশোর কারুণিক


জানি না কোন দোষে
মুখ ফিরায়ে নিয়েছ
আমার আস্থা, বিশ্বাস,
শেষ ভরশা  সে তো তুমি
আমি তো নিজেকে সমর্পন করেছি তোমার কাছে
আমার চিন্তা সে তো তোমাকে নিয়ে
আমার পথ চলা
সে তো তোমাে দেখানো পথে
কেন তুমি নীরব?
তোমার স্পন্দন, তোমার উপস্থিতি
আজ এখন বড়ই প্রয়োজন
বড়ই বিপদে আছি
হে আমার শেষ ভরশা
তুমি আর উপেক্ষা করো না
দোষ যদি করে থাকি শাসন করো
সাথে সাথে সহনাভূতি দেখাতে
আর নীরব থেকো না
আর নীরব থেকো না।