।প্রয়োজন
---কিশোর কারুণিক


বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন
তা হারিয়ে যাবার পথে
সুনীর্মল আকাশ ছায়া দিতে চায় না
বিশুদ্ধ বাতাস আমার কাছে
আসতে চায় না
আলো সে তো অনেকদিন হলো চলে গেছে
আমি তাহলে কেমনে বাঁচব?
মান সম্মান চলে গেছে বহু পূর্বে
যেতে চায়, সবায় যেতে চায়
আমি বাঁচতে চেয়েছিলাম
সত্যের চেতনায়
মানবিক উৎকর্ষতায়, সৃজনশীলতায়
আমি কাউকে কষ্ট দিতে চাই নি
তবু দৈন্যতা, অভাব , দুঃচিন্তা
জানি না কখন কী হবে
কখন কী হবে !