বাঁচাতে চাই
--কশিোর কারুণকি


প্রড়ন্ত বিকেলে শষ্য সবুজের পাঠশালায়
নিজেকে হাজির করতেই
মনটা বেশ তরতাজা হয়ে গেল ।
চিন্তার সাথে অনুভূতির, আবেগের সাথে ভালবাসার
স্বপ্নের সাথে চাওয়্ াপাওয়ার-
এক প্রকার যেন যুদ্ধ,
একে অপরের সাথে প্রতিযোগীতা ক্ষমতার পক্ষপাত দুষ্ট
দূর্বররা নির্যাতন সহ্য করে যায়
আমি দূর্বর শ্রেণীর মানুষের মধ্যে
একজন, আমি ভালবাসতে পারি
জানি, কখনো ভালবাসা পাব না
মানুষের ভাল চেয়েছি
জানি, আমার ভাল থাকার কথা নয়
আমার চলার পথ দূর্গম থেকে দূর্গম হবে ।
কষ্ট থেকে অধিক কষ্ট পাব আমি
আমাকে নির্যাতন করবার জন্য
আয়োজন করা হবে, সমাবেশ করা হবে;
ওরা জানে আমি একজন নিরহ মানুষ
আমি প্রতিবাদ করতে জানি না
আমি আমার নিজের ভাল চাইতে পারি না
শুধু ঠকে যাওয়া ঠকে যাওয়া
অবহেলিত জীবন পরিচ্ছেদ
আহা! জীবন তো আর চলে না
একে কি জীবন বলে
সুকান্ত ঠিকই ভেবেছিল
আকাশের চাঁদ যেন ঝলসানু রুটি
আমি দেখেছি আকাশের নির্মলতা
আকাশের ভয়ংকর রূপ
এই সমাজে দূর্বলতার
ব্যর্থতার কোন মূল্য নেই
যে যেতে চায়, চলে যায়
তার জন্য পথ চেয়ে থাকার দরকার নেই
যে ভালবাসতে জানে না
তাকে ভালবাসা কোন মানেই হয় না
জীনটাকে সাজাতে হবে
নিজের মতো করে
স্বপ্ন দেখতে হবে নিজেকে নিয়ে
চিন্তা করতে হবে কীভাবে বেঁচে থাকা যায়
দূর্বর মানুষগুলোকে বাঁচানো যায়
আমি মনে করি
জীবনটাকে খুব সুন্দর
সুন্দর জীবনকে সুন্দরের মহিমায়
উৎস্বর্গ করে যেতে চাই আমি
আমি বাঁচতে চাই
কাউকে না কাউকে
বাঁচাতে চাই ।