ভালবাসার সূতোর বাঁধনে
--কিশোর কারুণিক


দৃপ্ত চেতনায় চলতে চলতে    
হঠাৎ তোমার সাথে দেখা
হলো জানা চোখের ভাষা
হলো মন দেওয়া নেওয়া।


সহজে পাওয়া যায়
জানা ছিল না
তপ্ত দুপুরে মর্মর ধ্বনি শুকনো পাতায়
পথের ধারে ঝাউবন
কিছু দূরে বকুলতলা
চলো চলি হাতে হাত রেখে
দৌঁড় দিলো বুনো শিয়াল, কাটবিড়ালী
বাতাসে সুগন্ধি মাতোহারা হাওয়া
তোমার কেশের নৃত্যকলা
তোমার মিষ্টি হাসি
মোহিত কদমফুল মোহিত আমি
ভাললাগার কাঁশবনে এলো মায়া
না চাওয়া পথে চলতে একা
কথা দেওয়া আজীবন তোমার
সাজাও যতনে আর্কষনে
ভালবাসার সূতোর বাঁধনে।