তুমি আসবে
---কিশোর কারুণিক


তুমি আসবে
তাই তো প্রভাত ফেরিতে
দাঁড়িয়ে আছে সভ্যতা।
রাত জাগা পাখির কণ্ঠে সুরেরা সুর।


তুমি আসবে
তাই তো স্বপ্ন গুলোর সাজগোজ
বিচিত্র ভাবনা ব্যতি ব্যস্ত হয়ে
ছুটছে এদিক ওদিক।


তুমি আসবে
তাই তো মন খারাপ
যে দেখতে পাবে না তোমাকে
এখানে সাম্রাজ্যবাদের লুটেরা
নিজেকে ঢেকে রেখেছে
বিভিন্ন রঙের আড়ালে।


এখানে সভ্যতার নামে
আধুনিকতার নামে
চলছে নষ্ট হবার যত সব কীর্তি  কলাপ।


তুমি আসবে
তাইা তো প্রহরীর মত
সারাক্ষণ আমি সতর্ক।


এখানে তোমার ভাল লাগবে
তেমনি খারাপও লাগতে পারে।
তোমাকে রাঙাব আমার চেতনার রঙে
তোমার পথ চলা হবে সনাতন ঢঙে।

তুমি দেখতে পাবে ঝলমলে আলো
তুমি দেখতে পাবে অন্ধকার
তোমাকে চলতে হবে সমানতালে
হিসাব করে, বুদ্ধি করে।


তোমাকে কেউ কষ্ট দেবে
কেউ দেবে সুখ আনন্দ
কখনো বিষণœতা পেয়ে বসবে
কখনো আলোকিত হাসি।


তুমি আসবে
তাই তো নদীর জলধারা
রবির কিরণ মালা
ময়ুরপক্ষীর উন্মুখ বসে থাকা।


তুমি আসবে
তাই তো চেয়ে নীলাকাশ
উঁকিঝুকি মেঘমালার।


তুমি আসবে
তাই তো আমি কড়গুণে
সময় গুণি
বেতার তরঙ্গে হাওয়ায়
বার্তা আসে কানে প্রাণে।


তুমি আসবে
অজস্র আলো নিয়ে
শক্তি নিয়ে
শুদ্ধ মানবিকতায় জেগে তুলবে সকলকে।


তুমি আসবে তাই পথ চেয়ে
তুমি আসবে।