কী রূপ তার
---কিশোর কারুণিক


কী রূপ তার
দেখেছি অন্ধকারে জোনাকির আলোয়
তাউ ছুটে যাই, ফিরে আসি তার টানে
আলোর ছলে হাওয়ায় দুলে
ফুলের ঘ্্রানে হৃদয়ের বাধনে
রাত শেষে সূর্য উঠে
দেখি তাঁকে
ভুল ভাঙে ঘোর কাটে
শরীরে ভাজ পড়ে চুর পাঁকে
বুঝি সবই ভুল
সময়ের যাতাকলে
দূর, দূর বহু দূর
কী রূপ তার
দেখেছি অনধকারে ঘোর অমাবশ্যায়
জোনাকির আলোয় তাকে!