যা তোমার আর আমার
---কিশোর কারুণিক


নরম রোদের পরশে
শরীরটা তরতাজা হয়ে উঠলো
মৃদু হাওয়া
মরাগাছে পাখি উন্মুখ
গন্তব্যহীন পথে বেরসিক পথিক
সব কিছু যেন কেমন এলোমেলো
কাকের ছটফটানি
গাছের পাতাগুলো নড়েচড়ে
আমি দেখেছি কিছু অনেক কিছু
কুয়াশা মাখা ভোর
সুনির্মল বৈকাল
সন্ধ্যা তারায় গোধূলীর আভেসে
ঘুরেছি চন্দ্রমল্লিকায়
হেটেছি মেঠো পথে সবুজ ঘাসে
চেয়েছি তোমার পানে
চোখে চোখে কথা হলো
যে কথা মনে ছিল অন্তরে ছিল
সে কথা তোমার মুখে এলো
ভাললাগলো ভালবাসা হলো
যা কিছুদিন রয়ে গেল মনে
মনে যা তোমার আর আমার।