তুমি আমি


---কিশোর কারুণিক



আকাশে মেঘবালিকা
বাতাসে ছন্দ
মনেতে কত প্রকার দন্দ
কেউ কিছু পাবে না
কেউ কিছু নেবে না
তবু আমার আমার
দিন হয় সাবার
মিছে হতাশা মিছে প্রত্যাশা
ক্ষনেকের জয় ক্ষণেকের পরাজয়
কিছু সময় আপন
কিছু সময় পর
কত সাধের ঘর
সুখ দুঃখের  মহিমা অপার
সব বুঝেও বুঝি না কিছু
সুসময় হয়েছে পিছু
রোদ বৃষ্টি ঝড়
ছিল সব সময়
ছিলাম আমি ছিলে তুমি
থাকব না তুমি আমি।