এমনই সময়
-কিশোর কারুণিক


এখন  এমনই সময়
দুঃসহ যন্ত্রনা মানবিক অস্থিরতা
এই জীবনটাকে শেষ করে দিতে চায়
আমি চেয়েছিলাম সুন্দর সুশ্রী জীবন
বিধাতার দরবারে নতজানু হয়েছি শত শহস্রবার
প্রভু ভাল কিছু করতে দাও
সুন্দর সকাল হয়েছে ধূসর
জানি না আমার প্রভুর মনে কী আছে
আমি চেয়েছি যা হয়েছে কিছু তা
ভাবতেই কিছুটা ভাললাগে
আমি তো শুধু আমার জন্যে চাই নি
আমি চেয়েছি স্বাভাবিকতা সাবলীলতা
সৃষ্টির ঐক্যতানে সৃজনশীলতা
আমি চেয়েছি আমার জীবনটা
সত্য সুন্দরে ভরে উটুক
চারিদিকে উৎকর্ষিত হোক
মানবিকতা সম্প্রীতি ঐক্য বাধন
না হয় নি
ঘুম ভাঙতেই শুনতে হয় অশ্রব্য গালি
দেখতে হয় আহা!
কখনো ভাবতে পারিনি
না, এমন জীবন, এমনই সময় কী আর করা
শান্তির অহবান আজ বড়ই নি¯প্রভ
আমি জানি মিটি মিটি হাসছে আমার প্রভু
তাঁ^র তো ভবিষ্যৎ জানা
হয়তো এক সময় সব কিছু ঠিকঠাক হবে
কিন্তু আমার এই জীবনে হবে কি না,
তা আমি জানি না
তা জানি না !