কেন চুপ
কিশোর কারুণিক


কী ভাবে ডাকলে সারা দেবে
     বলো আমাকে
কী ভাবে সাজলে তুমি মজিবে
     জানাও আমাকে ।
এভাবে আর চলে না
    আর পারি না
হৃদয়ে বেদনা
     মন যে ভুলের বাকে
দিবানীশি যে কাজে
    দুনিয়াদারীর সাজে
আলোর অভাবে
    সব দেখে
কেন চুপ?
    কেন চুপ তুমি?