কী জানি কী হয়
কিশোর কারুণিক


জীবন চলার পথে
      হাসি আর দুঃখকে
সাথি করতে গিয়ে
    এখন বড় বেকায়দায়।


এমন জীবন মানা যায় না
      যে জীবনে আশাহীন
শুধু স্বপ্ন ভঙ্গের পালা
      বুকের ভেতরটা দুরাশা
কী জানি কী হয়
     শুধু বিদ্যুৎ চমকায়
আকাশ মেঘাচ্ছন্ন
     হয়তো একসময়
বারি হয়ে আলো ফুটবে!
      আলো ফুটবে
কী জানি কী হয়!