আমার থেকে দুরে
কিশোর কারুণিক


আলোর ছোয়ায়
      শিহরিত হলো নি¯প্রাণ যা ছিল
পূলকিত পলকে একগুচ্ছ কথা রাশি
       মন্ত্রমুগ্ধ করল তোমার ঐ চোখ দুটিকে
চুম্বনের অবিরল ধারায়
        প্রাণ এলো প্রেম এলো
গুনমুগ্ধ ভালবাসার পথ চলাতে
        কেমন আছো তুমি?
কত আয়োজনে কত প্রয়োজনীয়তা ত্যাগ করে
        ফিরে আসি
বারে বারে কী যেন পাবার আশায়
       তোমার হাতছানিতে কখনো আমি খুশি
আর কখনো
      আহা কত মজা পাই
তোমার নিরব চাহনীতে
       নীরব ভালবাসার বাহুডোরেতে
তুমি কি জান না আকাশের চন্দ্র সূর্য
      সুন্দর নীল আকাশ
সমীরণে ভরা সবুজের মায় কানন
     শুধু তোমার জন্য
আর আমার জন্য
      তবে কেন তুমি আমার থেকে দূরে
আমার থেকে দূরে !