কষ্ট পাব
-কিশোর কারুণিক


তিল তিল করে গড়ে উঠা স্বপ্নগুলো
তিল তিল করে গড়ে উঠা আশা গুলো
তিল তিল করে গড়ে উঠা পরিকল্পনাগুলো
এক মূর্হুতে তচনচ হয়ে গেল।
আমি এখন কী নিয়ে বাঁচব ?
ভেবে পাই না
বুকের ভেতর আগ্নেয়গিরি জলছে
সারাটা শরীর তালমাটাল
চেতনা দিকশুন্য
এভাবে কি বেঁচে থাকা যায়?
আমি বাঁতে চাই
বুকভরা কষ্ট নিয়েই
আমি বাঁচতে চাই
আবার নতুন ভাবে নতুন ছন্দে
নতুন রঙে স্বপ্ন আকঁতে চাই
আশা জাগাতে চাই
আশা ভরা প্রাণে ভালবাসতে চাই
আমি জানি
আমি আবার কষ্ট পাব !