আমারও সবার মতো নিজের দুর্গা কে
খুব দেখতে ইচ্ছে করে,
ইচ্ছে করে ভোরের দুমুঠো শিউলি ফুল
কুড়িয়ে নিয়ে তাকে সাজিয়ে তুলি
আগমনীর সাজে।
আমার দূর্গা কবে এসে বধ করবে
জীবনের ক্লান্তিকে?
দুঃখ কষ্টের অবসান আর কবে ঘটাবে?
জীবনের শরৎ পেরোতে চললো যে
আমার দুর্গা তো এখনো ফিরলো না।
হয়তো আমার দূর্গা এখনো আসেনি বলেই,
মনের আকাশে পেঁজা তুলোর মত মেঘ ভাসছে না।
শরৎ এর মাঝে কাশবন থেকে কাশফুল হাতে
নিয়ে কখনো আমার দূর্গা ফিরবে না?


মল্লিকপুর, স্বরূপনগর
14/10/2023