তেইশের দ্বিতীয় দিনে হঠাৎ করে স্কুলের
বর্ষবরণে,
স্বাগত জানিয়েছি সবাইকে নবীন
বরণে।
বন্ধুরা সব বিতরণ করেছিলাম একরাশ
গোলাপ,
এবার নবীন দের সাথে হলো মিষ্টি
আলাপ।
আজ দৃঢ় হয়েছে বন্ধুদের
মিত্রতা,
প্রত্যেকের কাছে ছিল শত নিষ্ঠা
সততা।
নবীন বরণে গোলাপ বিতরণে হঠাৎ
বলি আরে ইয়ার!
সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।


মল্লিকপুর, স্বরূপনগর
02/01/2023