জানি তুমি অভিন্ন মাদকতায় আচ্ছন্ন হয়ে আছো,
নিরবতাকে প্রতিদ্বন্দ্বিতায় আক্ষা দিতে চাইছো।
কলমের মূল্য তোমার কাছে ভীষণ দামি,
তোমার দৃষ্টিকোণের ভাষার কাছে হয়েছি বেনামী।
এক নিবিড় সন্ধ্যায় মৃত্যু জীবনকে স্বাগত জানাবে,
শেষ শব্দের শহরে গুরুত্বে শুধু দূরত্ব বাড়বে।
সমস্ত সত্তা যখন ইতিহাস হতে চাইবে,
তখন নিস্পাপ প্রান একটি পাঠকও পাবে?
গল্পের চরিত্র গুলো সেদিন শেষ ঘুম দেবে,
অপমৃত্যুর প্রশ্নমালা তোমার খোঁজ নেবে?

মল্লিকপুর, স্বরূপনগর
15/05/2024