বৃষ্টির জন্য আর্তনাদ, ক্রদনরত কতশত
                   কত না হা-হা-কার বক্ষ মাঝে;
                       উপাষনায় কত বলিদান
              কত ছন্দে শত কবিতা; হচ্ছে প্রকাশিত।


            প্রার্থনারত আরও কত গৃহহীন ভবঘুরে দল
             বিধাতাকে রাখতে হয় সবাকারে স্মরনে;
                 সু-উচ্চ অট্টালিকায় কার বসবাস
            কাহারে রেখেছেন তিনি কোন আনে-বনে।


           জৈষ্ঠের জ্যাঠামিতে হাস ফাস করে কেহ
              সহে যায় বৃক্ষহীন অট্টালিকার ছায়;
              নিরালায় কিছুক্ষন অবিরাম বিশ্রামে
         সন্ধ্যার আগমনি বাতাসে, জুড়ায় সে দেহ।


    কোটি বন্দনার ঢেকি গিলে বিধাতার ঝরলো আখিজল
           মডেল নগর! সেতো ডুবিয়ে দেয় প্লাবন;
   উপযোগী থাকে না চলার; উপভোগ করে বিশেষ বাহনী
    দূর্ভোগের থাকে না সীমা; যারা পথিক শ্রমিক সাধারন।


          ফুটপাথ যাদের অবলম্বন একমাত্র, প্রাসাদসম
       বৃষ্টির আর্তনাদে; বিধাতার ক্রন্দনে সব ডুবে যায়;
জ্বলে না চুলা বেতাল পবনে; নির্ঘুম সবে বসে রাত হয় সারা
গৃহহীন জননীর অশ্রু; বৃষ্টি’র জলে মিশে একাকার এ বরষায়।


KKB-05.06.2017