“কষ্ট” না পেলে বুঝতে পারি না
“সুখ” কাকে বলে
কতটা “গুরুত্ব” ছিল যে তার
বুঝি সে “চলে গেলে”।

“দূরে” না গেলে বুঝতে পারি না
কাছে থাকার “আকুলতা”
“অবহেলা” পেলে যায় বোঝা দাম
ফিরিয়ে দেয়া “মমতা”।

“ব্যার্থ” না হলে বুঝতে পারি না
“সফলতায়” কত আনন্দ
“আঘাত” পেলেই হিসেব করি
কোনটা “ভালো মন্দ”।

“কোলাহলে” না গেলে যায় না বোঝা
“নীরবতা’র” কি শান্তি
“শুদ্ধ কাজে” পরলে নজর
যায় বোঝা নিজ “ভ্রান্তি”।

“রোজা” না থাকলে বুঝি না ঠিক
“ক্ষুদার” বিশেষ জ্বালা
“সুনাম” ক্ষুন্ন হলেই বুঝি
কি দাম গলার “মালা”।

কেউ বোঝে না, কেউ বা বেঠিক
কেউ বা বোঝে “৯” এ
শেষ হলে সব বুঝে আসে, কেউ বা সস্তা যুক্তি খোজে
কেউ বা অসময়ে।
KKB-10.04.2013.