হইতাম যদি বাগানের ফুল
কিংবা রমনী’র মাথার চুল
কত যতন পাইতাম মালী’র
গুজিয়া রাখিতো খোপায়;
সুগন্ধ বিলাইয়া দিতাম
স্থান পাইতাম দেবতার পায়।

না হইলাম কাননী ফুল
না হইলাম রমনীর চুল
জন্ম হইলো যেথায় যেমন
কর্ম হইলো সকলই ভূল।

হইতাম যদি কবি’র কলম
কিংবা শিল্পী’র গলার সুর
শত লাইন লিখিয়া দিতাম
দোলাইতাম সুরের মূর্ছনায়;
থাকিতাম গুনী’র স্পর্শে
ছড়াইতাম সারা জগতময়।

না হইলাম কলমের কালি
পারিলাম না তুলিতে সুর
কর্ম হউক যেমন তেমন
ললাট লিখন-ই জীবনের নূর।


কেকেবি-২৪.০৪.২০১৬।