হাজার ডেকেও যায় না সাড়া পাওয়া
                           বন্ধু! তোমার অপেক্ষাতে আছি
                       যখন তখন তোমার জন্য হন্যে হয়ে ছোটা
                    একান্তে আপন পরিসরে তোমার পথ চাওয়া।

       প্রথম যেদিন উদয় হলে চেহারাবক্ষ নামক গ্রহটির আকাশজুড়ে
                প্রথম যেদিন শব্দ তিনটা ছুড়ে দিলে বার্তা পাতার বক্ষে
                               আপনি আমার বন্ধু হবেন?
       ভালো লেগেছিল শব্দ ক’টা শুনে! বন্ধু হয়েই বার্তা দিলাম ছড়িয়ে।

                 শরত প্রভাতের মতোই ভালো লাগে তোমায়
            বেশ ভালো লাগে তোমার অকৃত্তিম ঠোট ছড়ানো হাসি
                স্পর্শের অনুভূতিতে তোমায় জানতে ইচ্ছে করে
             ভীষণ রকম ইচ্ছে জাগে থাকতে; তোমার কাছা-কাছি।

                  হঠাত অজানা আগন্তুক কেউ মনে হয়নি কভু
                 হয়নি মনে আন্তজার্তিক দূরত্বে তোমার বসত
            অনুভবটাই এমন; যেন পাশা-পাশি বসে আছি দুজন
                   সামন্য দূরেই সূর্য্যি মামা করছে নিভু নিভু।

                       অপেক্ষাও যে এতততততত মধুর হয়!
            অভিজ্ঞতা কখনই ছিলো না; হয়নি জানা কখনো সেটা তেমন
                       আনমনেতে বসে বসে গুন-গুনানি করা
                  ছিল অজানা “না পাওয়ার”, দূর্দান্ত সেই ভয়।

                         বন্ধু! তোমার অপেক্ষাতে আছি।

KKB-08.03.2017