বিদায় কেমন হবে?
কেমন তার গন্ধ রূপ নেবে?
পরিপাটি ঝলঝল এক হাস্যোজ্জ্বল?
নাকি মন ভারী করা চোখের জল?
উত্তর তবে পাবি ঠিক ঠিক?
পাবি - বেদনার নানা করুন সুর
পাবি - চোখের কোনায় জল তোর!


বিদায় মানে তবে বিদায়?
কারো বিদায় ফিরে আসার
কারো আবার না ফেরার
কারো কারো অভিমানে জগৎ-
সংসার ত্যাগ
কেউ কেউ বাধ্য হয়ে বিদায় সুর-
কন্ঠে রাগ।


বিদায় মানে কি আর জানিস?
বিদায় মানে
অল্প স্বল্পে হা - হতাশায় জীবন তরী
কষ্ট নিয়ে দুঃখ পেয়ে তোর সঙ্গ ছাড়ি।
কখনো
ফিরতে চেয়েও অভিমানে দূরে সরা
কখনোবা
সঙ্গ পেয়েও ইগু বড় হওয়া।


বিদায়ের রহস্য ভেদ কর তবে?
বিদায় মানে
কারনে অকারনে তোর ভুলে যাওয়া
অবহেলায় অসহ্য যন্ত্রণার সাক্ষী হওয়া।
বিদায় মানে
উজ্জ্বল গোলাপের পাপড়ি শুকিয়ে পড়া
গায়ে কাঁটা লেগে সর্বস্বে রক্ত ঝড়া।


বিদায় মানে শুধুই বিদায়
অশ্রু নির্ভর চোখ লাল
আবেগ জড়ানো কান্নায় জীবনকাল।
আবার
বিদায় মানে এই জন্মের ইতি টানা
চলতে চলতে পরপারে পুনর্জন্ম।