আমি তনু
সহস্র তনুর নির্যাতনের ছবি
নিপীড়িত অসহায় বালিকার প্রতিমূর্তি
অজস্র নারীর সংগ্রামে আমি একহাত
শাস্তি হবে, শাস্তি হবে নরপিশাচের নির্ঘাত।


আমি তনু
আমার ভিতর বাহির দুই শেষ করেছে তারা
নিরাপত্তার বলিতে প্রাণ নিয়েছে ঐ সৈন্যরা
আমার চিৎকার, আমার চেঁচামেচি শুনেনি এদেশ
অসহায় ছিলাম, অবলিলায় প্রাণ নিয়েছে শেষমেষ।


আমি তনু
আমার কাপড়ে কি দোষ? নেই দোষ!
আমার পড়নে বা কি দোষ? নেই দোষ!
তবুও আমায় গিলে খেয়েছে
ছাড়েনি ছাড়েনি আমায়, আমায় শেষ করেছে।


আমি তনু
তারা আমার সব খেয়েছে
আমার ঠোট খেয়েছে, আমার বুক খেয়েছে
আমার নাক-কান-গলা খেয়েছে
অস্থিরতায় সব খেয়েছে, সম্মান টাও শেষ করেছে।


আমি তনু
আমাকে তারা স্থির থাকতে দে'নি
আঘাতের পর আঘাত করেও শান্ত হয়নি
আমাকে তারা ধাক্কা দিয়ে, চুল টেনে ছিন্নভিন্ন করেছে
পরক্ষণে "নাক'কান" দিয়ে রক্ত বেরিয়েছে।


আমি তনু
আমি আর টিউশনে যাবনা, নাট্যকর্মে যাবনা
বাঁচাও বলে চিৎকার করবনা, হাসবনা
বাড়িতে আর ফিরবনা
আমি বলবনা আমাকে "পানি দাও'ভাত দাও' একটু বাচাও"।


আমি তনু বলছি
আমি মরিনি
লক্ষ কোটি নারীর শক্তি আমি
আমার জন্য মাঠে নামবে তারা
সংগ্রামে কাঁধে কাঁধ মেলাবে ওরা
বিচারের গা ঘেষে বের করবে আসল অপরাধী কারা!