একবার ভাব, দু'বার ভাব, শতবার ভাব
আড়ালের মানুষ আড়ালেই নির্বাক।
কাদের কথা বলবি তোরা, কাদের টাকায় উড়বি
শ্রমজীবী মানুষ ওরা, কাদের শ্রমে চলিস তোরা?
কাদের শ্রমে টিকিয়ে তোরা, কাদের কান্নায় আনন্দে তোরা?
নির্বাক দু'চোখে এবার ভাব!


কত লালসায় হারাস তাদের, কত টাকা পকেটে দিয়ে!
কত আয়ে কত দিস তাদের, ইচ্ছার অনিচ্ছায় তোদের।
অনাহারে ভোগাস কাদের, উল্টো শ্রমের হিসাব কসে!
নিরুপায়ে শ্রমিক তারা, নিতান্তয় অর্থের ভাষা!
শ্রম মানুষের কথা একবার ভাব।


ক্ষুদার্থ মানুষের এক দাবি, তাদের শ্রমের মূল্য পাবে তাড়াতাড়ি।
আশায় রয়ে যায় মুখে, নিরাশায় দিনাতিপাত সাজে।
তবু ভাবিস তাদের, একদিন-দুদিন ঘন্টায় কিংবা মিনিটে!
মুখ খুলে দু'চারটে কথা বলিস হেসে খেলে!
শত কষ্টে তাদের কথা একবার ভাব।।