আমার সবকিছু নিয়ে নিলি?
নিজের অজান্তে ফকির হয়ে ছন্নছাড়া।
কিছুটা রেখে যেতি! পারতি তো! পারতিনা?
ঠোঁটের দাগ টা রেখে যেতি, গোলাপী দাগটাও,
উপ! কত আবেগ ছিল এই দাগ বসানো ঠোঁটে!
দাগ বসালি, আবার নিয়ে গেলি!
ফিরিয়ে দে আরেকবার, দাগ টা একটু বসিয়ে দে!
পারবি তো! পারবি না?
অন্য কেউ দাগ বসাবে? আমি মানবনা!


আমার সবকিছু নিয়ে নিলি?
মন খারাপের সকালটা রেখে গেলি!
দুপুর-বিকেল, সন্ধ্যা-রাত কার পাঁজরে সুখ নিস?
তা হবেনা, আমি মানবনা!
আলগা ফিরিত কার সাথে? আমার ফিরিত ফিরিয়ে দিবি?
কার সাথে কার লেনাদেনা! তা হবেনা তা হবেনা, মানবনা!
তোর বুকেতে আমার ঠাঁই, আমার নষ্ট করা বুকটা এখন ফেরত দে!
পারবি তো! পারবি না?
ঐ বুকেতে আমার দাগ বসানো আবেগ আছে?
মুছে গেলে বলবি তো! বলবিনা?
ফিরে আয়, নতুন করে দাগ বসাবি, নতুন করে দাগ নিবি?
ফিরবি তো! ফিরবি না?


অন্য কেউ দাগ বসালে আমি মানবনা!
কষ্ট পাব, পাগল হয়ে পাবনা যাব, তবে সয়ে নিব!
কষ্টগুলো জড়ো করব, তোর বুকেতে ভিন্ন দাগে!