মেঘ গুড় গুড়,
প্রভাত বিধুর,
আজি এ বাদলা দিনে।
গগন চিড়িয়া,
ভূবন শিহরিয়া,
তড়িৎ চমকায় ক্ষণে।
ঝরো ঝরো ঝড়,
পড়ে অবিরল,
ভিজিতেছে ধরা, ভিজিতেছে মন।
ব্যাকুল পিয়াসে,
কার কথা এসে,
হৃদয়ে জাগায় বিষাদের অনুরণন।
ঝড়ো বাতাসে,
তটিনী ফুঁসে,
লক্ষ্মীছাড়া বুনো আক্রোশে।
প্রভাত বেলা,
রবিহীন ধরা,
আলোকের কণা নাই আকাশে।
প্রহরে প্রহরে,
আঁধারে আঁধারে,
গড়ায় বেলায় সাঁঝের পথে।
বাদলের ধারা,
কবে হবে সারা,
বেকার বসে প্রভাত হতে।