পুকুর পাড়ে তালের চারা,
আমের গাছে মুকুল।
জানলা পাশে গন্ধ ঢালে,
হাসনাহেনা বকুল।


শ্যামা নাচে গুবাক শাঁখে,
পায়ে রঙিন নুপূর।
বাশের ঝাড়ে ঘুঘু ডাকে,
অলস ক্লান্ত দুপুর।


বাবুই বোনে নতুন বাসা,
উঁচু গাছের ডালে।
পাবদা পুটি মাথা তোলে,
শ্যাওলা মাখা জলে।


ঘেঁটু ফুলে আলো ছড়ায়,
কাচা পথের ধারে।
কৃষ্ণচূড়া, বুনো হিজল,
ফুটে থরে থরে।


রক্ত বরন পলাশ শিমুল,
বাসন্তি গান গায়।
বুলবুলিটা লেজ নাড়িয়ে,
ফিরে ফিরে চায়।


(রামডুবি, উত্তর সুন্দরবন,  দিনাজপুর  ১৮/০৩/২০২২)