তোমার মতো কেউ আসবে কি আর?
সময় চলে যায় অগুনতি প্রশ্ন রেখে,
হৃদয়ে মাথা তুলে বেদনার পাহাড়।


তোমার মতো কেউ আসবে কি আর?
চোরা স্রোত বয়ে যায় নিরবে গভীর,
চেতনার অতলান্তে শুধু হাহাকার।


ভালোবেসেছি গোপনে, কুন্ঠিত আবেগে,
অধিকার অনিধিকারের দোলাচালে,
তোমার চোখে অবিশ্বাসের প্রশ্ন জাগে।


বিক্ষিপ্ত প্রিয় প্রিয় স্মৃতি মুছে যায় ধীরে,
সবুজ তৃণের ভূমি ধুসরতায় ঢাকা পড়ে
কুয়াশা জমাট বাঁধে বহতা নদীর তীরে।


ভালোবাসি বলে চিৎকার করে হৃদয়,
যদিও জানে আমি শুধুই অন্য একজন
সত্যি বলে ভাবছি দেখ তোমার অভিনয়।