রাত্রি গভীরে, কি এক বোধ জাগলো মনে,
ক্ষতি কি, যদি মরে যাই এই ক্ষনে।
কার কিবা এসে যায় মোর দেহদানে,
আসিনা তো এখন আর কারো প্রয়োজনে।
যতছিল সমব্যাথী মোর হয়েছেন গত,
আর যারা আজো আছেন, অসুখে ক্লান্ত।
অনুগ্রহে গলগ্রহে অযাচিত বাঁচা,
শ্রদ্ধা ভালোবাসা নেই এক ফোঁটা।
নিগৃহীত দিনগুলো কাটে বড় ধীরে,
অনুভুতি মরে গেছে বয়েসের ভারে।
দেবার মতো যা ছিল দিয়েছি সবই,
প্রান ছাড়া আমার কাছে নেই কিছু বাকি।
দেহের বল শুন্য করে, দিয়েছি দু'হাত ভরে,
ঠাই টুকু অধরা আজ তাদেরই ঘরে।
পাহাড় সম কষ্ট মনে, পাষানের ভার,
প্রতিবাদের শক্তি দেহে বাকি নেই আর।
তিনবেলা আহার পাই, ঔষধ পথ্য ছাড়া,
অপেক্ষায় থাকে সবে কবে যাব মারা।
মরন হয়না এতো আমার দোষ নয়,
সৃষ্টিকর্তার আপন ইচ্ছা আছে নিশ্চয়।
নত মস্তকে অপমান সয়ে সয়ে ভাবি,
জীবনের পাপ তাতে কিছু কমে যদি।
অন্তিম সময়ে এসে বুঝলাম চিন্তা করে,
কত ভাগ্যবান যারা আগে গেছেন মরে।