বাদলের গান আমি পারিনা লিখতে,
কত যে বাদল ঝরে মনের আকাশে।
বাইরের বর্ষা তো চোখে দেখা যায়,
মনের বর্ষা বল কি করে দেখাই।
আকাশের মেঘগুলো কত উজ্জ্বল,
রোদের আলো পড়ে রূপে ঝলমল।
মনের মেঘগুলো কেনো কালো হয়?
হৃদয়ে আষাঢ় নামায় যখন তখন।
অঝোর বরিষণে চোখ ভিজে যায়,
মনের বর্ষা বল কি করে দেখাই।


আকাশের নীল আমি পারিনা আঁকতে,
বেদনার নীল রঙে হৃদয় ছেয়েছে।
উড়েনা মনের নীলে রঙ্গীন ঘুড়ি,
আপন বেদনায় একাকী পুড়ি।
আপন বিরহ কথা লুকাই গোপনে,
সুখ ভেবে তুলে রাখি মনের কোনে।
আকাশের নীলে ভাসে গাঙ্গচিল মেঘ,
আমার হৃদয়ে চলে ঝড়ো বোশেখ।
এই ঝড় থামেনা কভু চলে অবিরাম,
মেঘের খামে আকাশে পত্র দিলাম।