তোমাদের আকাশে আজ অনেক রোদ,
রাজপথে আনন্দের মিছিল,
কৃষ্ণচূড়া, সোনালু ফুটে আছে থরে থরে,
গান তুলে সুরেলা কোকিল।
রঙিন জামা গায়ে শিশুদের ছোটাছুটি,
নাগরদোলায় খুশির আয়োজন,
হালখাতায়, গ্রামীণ মেলায় আবহমান
ঐতিহ্যে, নতুন বর্ষের বরণ।


আমাদের এখানে বিষন্ন বাতাস, স্মৃতিরা
কড়া নাড়ে ফেলে আসা দিনের,
নববর্ষের অনুভূতি চাপা পড়ে ব্যাস্ততায়,
তবু নাড়ীতে টান পড়ে কিসের?
সে তো প্রিয় দেশ, মায়ের ছড়ানো আঁচল,
ঝাপসা হয়ে আসে দু-চোখ,
অস্থিমজ্জায় মিশে থাকে ব-দ্বীপের পলি,
মস্তিষ্কের গভীরে বিরহের শোক।


মে ৫, ২০২৪ (ভ্যাংকুউভার, কানাডা)