আমাদের গৃহকোণে,
মাগো, এসেছিলে কোনক্ষণে,
মনে নেই কিছু তার।
হেঁশেলের বোঝা বইতে বইতে,
জীবন গেলো তোমার।

সকাল সন্ধ্যা নেই অবসর,
শত ব্যাস্ততায় কেটে যায় প্রহর,
রান্না যোগার করিতে।
কখনো কি মা গো হয়না সাধ,
বাহির পানে দেখিতে?

ঈদ পার্বনে শত ব্যাঞ্জনে,
বসায়ে খাওয়াও সকলে সমানে,
তোমার পাত শূন্য রয়।
চোখে মুখে তবু আত্মতৃপ্তি,
তোমার চেয়ে কেহ সুখী নয়।

সাত সকালে তোমাকে দেখি,
দীঘির ঘাঁটে বসে একাকী,
ধুইছো থালা বাসন।
গভীর রাতেও ব্যাস্ত তুমি,
ঘুমাও মা গো কখন?

কখনো কি ইচ্ছা হয়না মনে,
পালিয়ে যেতে দূর কোন স্থানে?
একটু খানি নিঃশ্বাস নিতে,
মুক্ত আকাশ তলে।
একটু খানি ভিজাতে গা,
শ্রাবন মেঘের জলে।